মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
কুমিল্লার হোমনা উপজেলার বাহের কালমিনা থেকে
জয়নগর কালমিনা গ্রামের মধ্য দিয়ে নির্মিত ঘনিয়ারচরগামী রাস্তাটি উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন বাহের কালমিনা, জয়নগর কালমিনা, খোদেদাউদপুর, ঘনিয়ারচর, বড় দত্তেরকান্দি, ছোট দত্তেরকান্দি, উজানেরকান্দিসহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে রাস্তার পিচ ও কংক্রিট উঠে গিয়ে বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত ও খানা-খন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে থাকে। ফলে প্রায় প্রতিদিনই সংঘটিত হয় ছোট-বড় দুর্ঘটনা। তারপরেও মানুষজন তাদের জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে চলাচল করছে।
এ রাস্তায় চলাচলকারী অটোচালক মো. নজরুল ইসলাম বলেন, আমরা পেটের দায়ে জীবনের ঝুঁকি এই ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চালাই। এসব ভাঙা রাস্তায় গাড়ি চালালে প্রতিদিনই গাড়িতে কাজ করাতে হয়। এতে করে গাড়ির খরচও বেড়ে যায়। রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য আমি সরকারের কাছে দাবি জানাই।
নাম প্রকাশে অনিচ্ছুক জয়নগর গ্রামের এক বাসিন্দা বলেন, উপজেলা চেয়ারম্যান আমাদের গ্রামের। তিনি প্রতিদিনই এই রাস্তা দিয়ে চলাচল করেন। তিনি ইচ্ছা করলে রাস্তা মেরামত করা কঠিন কাজ নয়। এই রাস্তাটি খুব দ্রুত মেরামত করার জন্য আমি উপজেলা চেয়ারম্যান মহোদয়ের নিকট জোর দাবি জানাচ্ছি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, আমি বিষয়টি নিয়ে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম জানান, এ রাস্তাটি প্রায় এক মাস পূর্বে ইঞ্জিনিয়ার এসে মেপে গেছে। এরপর আর কোনো খোঁজখবর পাচ্ছি না। তবে আমি তাগাদা দিচ্ছি।