
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় মুজিববর্ষ উপলক্ষে ‘‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “জেনে, বুঝে বিদেশ যাই, অর্থ, সম্মান দুটোই পাই” স্লোগানকে সামনে রেখে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, ওসি মো. আবুল কায়েস আকন্দ, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, কুমিল্লা কোটবাড়ি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভাইস প্রিন্সিপাল মো. মোবারক হোসেন, ইন্সট্রাক্টর মো. মাসুদ পারভেজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকবৃন্দ।