আইয়ুব আলী, হোমনা, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচি ভার্চুয়ালি উদ্বোধন করেন। শনিবার ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর স্থানীয় এমপি সেলিমা আহমাদ হোমনা উপজেলার দ্বাড়িগাঁও গ্ৰামের দিনমজুর হালিমের হাতে প্রধানমন্ত্রীর উপহার একটি গৃহের সনদসহ পর্চা ও চাবি তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস-চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির আহমেদ নাহিদ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০৩ -এর ডিজিএম আজিজুর রহমান সরকার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, উপজেলা ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।