ক্রাইম পেট্রোল ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হোমনা পৌর শাখা শ্রমিক দল( ৬, ৭ ও ৮) নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পৌর শ্রমিকদলের আহ্বায়ক মো. মোছলেম উদ্দিনের সভাপতিত্বে হোমনা পৌরসভার শ্রীমদ্দি মোড়ের বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. অহিদ মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবগঠিত হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোজাম্মেল হক( ভি.পি. মুকুল), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা পৌর বিএনপির আহ্বায়ক মো. ছানা উল্লাহ সরকার, সদস্য সচিব মো. নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুল লতিফ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মনিরুল ইসলাম সরকার, হোমনা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেফালী বেগম, মো. শাহ আলম হিমেল, বিএনপি নেতা মো. জাকির হোসেন ও মো. শফিকুল ইসলাম সরকার প্রমুখ।
সভায় বক্তারা সকলকে অতীতের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নবগঠিত কমিটিকে সার্বিক সহযোগিতা করে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে বিপুল ভোটে বিজয়ী করার মধ্যমে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।