
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘কল্যাণ এবং শৃঙ্খলা একসূত্রে গাঁথা’এই নীতিতে বিশ্বাস করে এবং কুমিল্লা জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ, পিপিএম (বার) এর নির্দেশনায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আজ বুধবার হোমনা থানায় এ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় হোমনা থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. আবুল কায়েস আকন্দ এর সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক।এসময় হোমনা থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স তাদের বিভিন্ন সমস্যার কথা উপস্থাপনসহ অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার এ সকল সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর সমাধানকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। একইসাথে করোনা অতিমারিতে তাদের সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে সরকারি দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন।