মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় উ’স্কানিমূলক বক্তব্য প্রদান ও অনুদান বিতরণ করে নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘন করায় দুই জনকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ‘নৌকা’ প্রতীক প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে অনুদান বিতরণ করায় শাহ পরান ও স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীকের পক্ষে উ’স্কানিমূলক বক্তব্য প্রদান করায় মানিক মিয়াকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ আদেশ দেন। আজ বুধবার ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালনে টহল কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ‘নৌকা’ প্রতীক প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে অনুদান বিতরণ করায় শাহ পরান ও স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীকের পক্ষে উস্কানিমূলক বক্তব্য প্রদান করায় মানিক মিয়াকে নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘনের অপরাধে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই সময় উভয় ব্যক্তি নিজেদের ভুল বুঝতে পেরে ভবিষ্যতে আচরণবিধি অনুসরণ করে নির্বাচনী প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেন।