আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনা পৌরসভার বাগমরারা ও গোয়ারিভাংগা বাজারে খেটে খাওয়া ও অসহায় শ্রমজীবী মানুষের মাঝে ওএমএসেএর দশ টাকা মূল্যে চাল বিক্রয় ও সরকারি ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে । আজ মঙ্গলবার করেনা ভাইরাসের প্রভাবে দরিদ্র জনগোষ্ঠির মাঝে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রতি কেজি ১০ টাকা মূল্যে চাল বিক্রয় ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা ।
এ সময় পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহাম্মদ জাকির, পৌর কাউন্সিরর মো. আবদুস সোবহান, মো. হোসেন মিয়া, আ’লীগ নেতা আবদুল আউয়াল ও জাকির হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিশেষ ওএসএম করোনা ভাইরাসের কারণে দরিদ্র জনগোষ্ঠির মাঝে প্রতি কেজি ১০ টাকা করে পরিবার প্রতি সর্বোচ্চ ৫ কেজি সপ্তাহে রবি,মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে চাল বিক্রয় করা হবে ।
পরে ইউএনও জনসচেতনাতার সৃষ্টির লক্ষে হ্যান্ড মাইক ব্যবহার করে বাজারে সমাগম না হওয়া,সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারি আইন মেনে চলার আহ্বান জানান ।
উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা বলেন , খাদ্য অধিদপ্তর কর্তৃক দরিদ্র জনগোষ্ঠির যাতে চালের জন্য কষ্ট পেতে না হয় সেজন্য ১০ টাকা মূল্যে চাল বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে । আপনারা সরকারি নির্দেশ হোম কোয়ারেন্টাইন মেনে চলুন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকলে মাস্ক, হ্যান্ডওয়াশ অথবা সাবান ব্যবহার করুন এবং বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বের হবেন না।