
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় বালুবাহী অবৈধ ট্রাক্টরের চাপায় আফরোজা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। এসময় শিশু নাতনীকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাপায় দাদী রোকিয়া বেগম (৫০) গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টারদিকে পৌরসভার লটিয়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা আক্তার ওই গ্রামের আবদুল মালেকের মেয়ে এবং আহত রোকিয়া বেগম মো. রফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে আফরোজা আক্তার রাস্তায় খেলা করছিল এমন সময় বালু বহনকারী একটি ট্রাক্টর রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশুটিকে পিছন থেকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়। তাকে বাঁচাতে তার দাদী রোকিয়া বেগম এগিয়ে গেলে তিনিও ট্রাক্টরচাপায় আহত হযন ।অহতকে রোকিয়া বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । ঘটনার পরপরই চালক ট্রাক্টর নিয়ে দ্রুত পালিয়ে যায়।
হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করে নি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।