
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি ঃ
করোনা ভাইরাসের ভয়াবহতা রোধে মানুষকে ঘরে ফেরানোর জন্য কুমিল্লার (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিমের অভিযান অব্যাহত রয়েছে । আজ রবিবার উপজেলার রামকৃষ্ণপুর, দৌলতপুর,বাবরকান্দি,ইটাভরাসহ বিভিন্ন গ্রামে মানুষকে ঘরে ফেরানোর জন্য ও দোকানপাট বন্ধের জন্য অভিযান পরিচালনা করেন । যতই দিন বাড়ছে ততই করোনা ভাইরাসের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে । তাই বাজারে জনসমাগম কম হওয়া, চায়ের দোকানে আড্ডা থেকে বিরত রাখা, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে কেনা কাটা করা,প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, মাস্ক পড়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ মানুষকে সচেতন করার
জন্য দিন রাত বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তিনি ।
হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, করোনা রোধে মানুষকে সচেতন করার জন্য অভিযান অব্যাহত রেখেছি এবং জনস্বার্থে তা অব্যাহত থাকবে।