
আইয়ুৃব আলী,হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমার বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও রুমন দে এর বরণ অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে উপজেলা পরিষদের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহেদুল হক দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, বিদায়ী ইউএনও তাপ্তি চাকমা, নবাগত ইউএনও রুমন দে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইঁয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, প্রকৌশলী জুনায়েদ আবসার চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ, ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূইয়া, মফিজুল ইসলাম গনি, মো. শাহজাহান মোল্লা, খন্দকার জালাল উদ্দিন, জসীম উদ্দিন সওদাগর, মো. কামরুল ইসলাম ও তাইজুল ইসলাম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন ও খন্দকার হুমায়ন কবির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু চন্দন লাল রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ । পরে বিদায়ী ও নবাগত ইউএনওকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছাা প্রদান করা হয়।