আইযুব আলী, হোমনা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুমিল্লার হোমনা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । বর্ণিল আয়োজনে মঙ্গলবার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে ও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে উদ্বোধক ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এবং প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন ও এম শাহাদাত হোসেন তাসলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো.বদিউল আলম , সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার , হোমনা উপজেলা আ’লীগের সহ-সভাপতি শাহ আলম খন্দকার , সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ মো. ইসমাইল হোসেন ও পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ হোমনা উপজেলা শাখার আহবায়ক খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুমিল্লা উত্তর জেলা শাখার আহবায়ক বাহাউদ্দিন বাহার ও বিশেষ বক্তা ছিলেন যুগ্ম আহবায়ক সারওয়ার হোসেন বাবু । হোমনা উপজেলা শাখার যুবলীগের যুগ্ম আহবায়ক মোবারক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার , ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, যুবলীগ নেতা লায়ন শাহ আজম বিটু, জহিরুল ইসলাম প্রিন্স ও ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার প্রমুখ । এ সময় কয়েক সহস্রাধিক দলীয় নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন ।