আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
সারা দেশের ন্যায় আজ মঙ্গলবার কুমিল্লার হোমনায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)পরীক্ষার্থী ৩ হাজার ২শ’৬২ জন, পাশ করেছে ২ হাজার ৫শ’ ৭১ জন, ফেল করেছে ৯ শ’৬১ জন, জিপিএ ৫ পেয়েছে ২২ জন এবং পাশের হার ৭৮.৮১% । অপরদিকে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী ৫২৯ জন, পাশ করেছে ৪৭৩ জন, ফেল করেছে ৫৬ জন, পাশের হার ৮৯.৪১%।
জিপিএ ৫ প্রাপ্ত বিদ্যালয় গুলো হলো- হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় ০৭ জন, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ০৪জন, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ০৫ জন, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় ০১ জন,কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ০৩ জন, ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয় ০১ জন, কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় ০১ জন । অপরদিকে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় কোনো মাদ্রাসায় জিপিএ ৫ পায় নি ।
উল্লেখ্য, গত বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)পরীক্ষায় পাশের হার ছিল ৬২.১৬%, জিপিএ ৫ পেয়েছিল ৯ জন । অপরদিকে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থীয় পাশের হার ছিল ৮২% ।