
মো. আক্তার হোসেন,বিশেষ প্রতিনিধি : সারা দেশের ন্যায় কুমিল্লার হোমনায় দিন দিন করোনার সংক্রমণ বাড়ায় মানুষের মাঝেও বিরাজ করছে আতঙ্ক-উৎকণ্ঠা। ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারী, টেকনোলজিস্টসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট ১৩ জন ব্যক্তি (কোভিড-১৯) করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দিন দিন হুমকির মুখে পড়ছে স্বাস্থ্যসেবা। এত কিছুর পরও থেমে নেই হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যসেবীদের চিকিৎসাসেবা কার্যক্রম। করোনায় আক্রান্তদের চিকিৎসাসেবা, পরামর্শ এবং স্বাস্থ্য সচেতনতা থেকে শুরু করে স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিকগুলোর স্বাস্থ্যসেবা কার্যক্রম ও সার্বিক চিকিৎসাসেবা সচল রাখতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার। হোমনা উপজেলায় ২০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। বর্তমানে করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেও এই সব ক্লিনিকে নিযুক্ত স্বাস্থ্যকর্মীরা মানুষকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন নিরলসভাবে। আর তাদের নিয়মিত তদারকির ধারাবাহিকতায় আজ রবিবার উপজেলার দুলালপুর ইউনিয়নের জয়নগর কালমিনা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার। পরিদর্শনে তিনি তাদের কার্যক্রমে সন্তুষ প্রকাশ করেন।