![](https://crimepatrol24.com/wp-content/uploads/97466058_2941120189341079_1047102697368453120_n.jpg)
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর বেগম হাজী কফিল উদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষক মো.তাজুল ইসলাম (৩৮) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার।
তিনি জানান, তার করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ১২ মে নমুনা সংগ্রহ করে কুমেক হাসপাতালে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার (১৪ মে) রিপোর্ট পজিটিভ আসে। আগামীকাল শুক্রবার তার স্ত্রী ও দুই সন্তানসহ পরিবারের অন্য সদস্যেদের নমুনা সংগ্রহ করা হবে। করোনা পজেটিভ তাজুল ইসলাম উপজেলার দয়রাকান্দি( দৌলতপুর) গ্রামের মো. সুরুজ মিয়ার পুত্র ও হোমনা সরকারি হাসপাতালের নার্স শান্তা আক্তারের স্বামী। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে আছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমা করোনা আক্রান্ত শিক্ষকের বাসা লকডাউন ঘোষণা করে পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তার পরিবারের জন্য মমতার পরশ খাদ্যসামগ্রী উপহার দিয়েছে।