
মো : ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় প্রথম করোনা ভাইরাস আক্রান্ত এক জনের সন্ধান পাওয়া গেছে। সে দুলালপুর ইউনিয়নের মঙ্গলকান্দি গ্রামের দুলু হাজীর স্ত্রী ফাহিমা আক্তার (৩৫)।
উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. আব্দুছ ছালাম সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১১ তারিখ একজন পুরুষ ও একজন নারীর করোনা সন্দেহে উপাত্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আজ বুধবার সন্ধ্যায় এদের রিপোর্ট পাওয়া গেছে। এতে পুরুষ রোগীর রিপোর্ট নেগেটিভ আসলেও নারী রোগীর রিপোর্ট পজেটিভ এসেছে। ফলে মঙ্গলকান্দি গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে। হোমনা সদরের গাজী ডায়গোনেস্টিক সেন্টারে চিকিৎসা নেয়ার কারণে সেই ডায়গোনেস্টিক সেন্টারকে ও লকডাউন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা মঙ্গলকান্দি গ্রামে উপস্থিত হয়ে গ্রামকে লকডাউন ঘোষণা করেছেন। হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সওদাগর এ সময় উপস্থিত ছিলেন।