
মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশরকালীন মাতৃত্ব রোধ করি” এ প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা এর আয়োজনে এবং উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। পরিবার পরিকল্পনা অফিসের হলরুমে “ছেলে হোক মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট” শীর্ষক আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক, পরিবার পরিকল্পনা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।