
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে থাকা খেটে খাওয়া কর্মহীন মানুষের মাঝে খোলা বাজারে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার পৌর সদরে খোলা বাজারে বিক্রয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা । হোমনা পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে,চাহিদার ভিত্তিতে সপ্তাহে কেবল তিন দিন হোমনা পৌর খোলা বাজারে সাশ্রয়ীমূল্যে চিনি, মসুর ডাল, পেঁয়াজ,সয়াবিন তেল , ছোলা ও খেজুর বিক্রয় করা হবে ।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, হোমনা উপজেলায় কোন ডিলার না থাকায় পাশ্ববর্তী তিতাস উপজেলা থেকে ডিলার এসে পৌর খোলা বাজারে পণ্য বিক্রয় শুরু করেছে। চাহিদার ভিত্তিতে সপ্তাহে তিন দিন পণ্য বিক্রয় করা হবে । যে কেউ ইচ্ছে করলে বিশেষ করে মধ্যবিত্তরাও এ পণ্য ক্রয় করতে পারবে ।