
অনলাইন ডেস্কঃ অভিনেত্রী সানা খান বলিউডের লাইট-ক্যামেরা-অ্যাকশন লাইফ ছেড়ে ধর্মের পথে চলার ঘোষণা দিয়েছিলেন । এরপর সম্প্রতি তিনি অনাস খান নামের এক মুফতিকে বিবাহ করেছেন । বিয়ের পর সোশ্যাল মিডিয়া থেকে তার অতীতের সব ছবি সরিয়ে ফেলার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি। এবার তার আরেকটি উপলব্ধি আলোচনায় এনেছেন সাবেক এই অভিনেত্রী। তিনি বলেন, হালাল ভালবাসা এতো সুন্দর আগে বুঝতে পারি নি।
বিয়ের পর ভালবাসায় ডুবে সানা। ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, ‘কখনও ভাবিনি হালাল ভালবাসা এতো সুন্দর হতে পারে! তোমায় বিয়ে করার পর অনুভব করেছি। সব হালাল কাজেই পূণ্য হয়।’
তার আগে ইনস্টাগ্রামে মেহেন্দি পরা হাতের ছবি দিয়ে সানা লিখেছিলেন, ‘আমার ভালবাসা পবিত্র না হলে এতো চড়়া মেহেন্দির রং আসত না।’
তিনি লিখেছিলেন, ‘আল্লাহর জন্যই একে অপরকে ভালবেসেছেন। আল্লাহর জন্য বিয়ে করেছেন। এই দুনিয়ায় আল্লাহ আমাদের একসঙ্গে রাখুন। জন্নতেও যেন আবার মিলিয়ে দেন।’