মো. আনিছুল করীম, বিশেষ প্রতিনিধি গাইবান্ধা :

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তাবায়নাধীন পানি সরবরাহের জন্য পাইপ লাইন কাজের উদ্ধোধন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ওসি এম এম আব্দুস সোবহান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু, অধ্যক্ষ একেএমএ হাবিব সরকার, উপজেলা আ’লীগের যুগ্ম আহব্বায়ক রেজাউল আলম রেজা, জেলা পরিষদ সদস্য এমদাদুল হক নাদিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, সাবেক ভাইস চেয়ারম্যান সোলায়মান সরকার সাজা, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি নুরে আলম মানিক, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নিমাই চন্দ্র ভট্টাচার্য্য, পৌর আ’লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, পৌর আ’লীগ সেক্রেটারী জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা মাসুদ উল ইসলাম চঞ্চল প্রমূখ। পরে অতিথিবৃন্দ পানি সরবরাহের পাইপ লাইন কাজের উদ্ধোধন করেন। উল্লেখ্য প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ১১.২ কিলোমিটার পানি সরবরাহের পাইপ স্থাপন করা হবে।