
শেখ সাইফুল ইসলাম জেলা প্রতিনিধি গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভয়াবহ বন্যা কবলিত এলাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি,এম,কাদের (এমপি) ত্রাণ বিতরণ ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন । গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় হেলিকপ্টারযোগে উপজেলার চন্ডিপুর ফুটবল খেলার মাঠে উপস্থিত হয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মাঝে ত্রাণ বিতরণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি,এম,কাদের (এমপি)। উপজেলা জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে । এ ত্রাণ বিতরণী অনুষ্ঠানে সুন্দরগঞ্জ উপজেলাবাসীর নয়ন মনি ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী (এমপি) উপস্থিত থেকে উপজেলার ১৪ নং চন্ডিপুর ইনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন । এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, থানা অফিচার্জ ইনচার্জ এস,এম আব্দুর সোবহানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।