বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা >>

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুইটি পৃথক অভিযানে ৫২৫ পিছ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার(২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ০৮.১৫ ঘটিকায় সুন্দরগঞ্জ থানা পুলিশের দুটি ভিন্ন দল এর পৃথক অভিযানে তারা আটক হয়।
আটককৃতরা হলো উপজেলার পূর্ব বাছহাটি গ্রামের মো: আব্দুল মজিদ মিয়ার ছেলে মো: রতন মিয়া(২৫) এবং পৌর সভার দক্ষিণ বামনজল গ্রামের মো: আবুল মাস্টারের ছেলে মো: রেজওয়ানুল কবির রিজু (২৫)।
এসআই মো: শামসুল হকের নেতৃত্বে চৌকস একটি থানা পুলিশের দল পৌরসভার ব্র্যাকমোড় এর ব্র্যাক অফিসের সামন হতে মো: রেজওয়ানুল কবির রিজু(২৫) কে ৫২৫ পিছ ইয়াবা সহ গেপ্তার করে।
অন্যদিকে থানা পুলিশের চৌকস আরেকটি দল এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে দহবন্দ ইউনিয়নের গাবের তল নামক স্থানে মো: আব্দুর রহমান কসাই এর পরিত্যক্ত চাতাল থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মো: রতন মিয়া(২৫) কে আটক করা হয়।
আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ্দ করা হয়।