
মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
সাগর-রুনিসহ সকল সাংবাদিক হ*ত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ নভেম্বর, ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাব (কালিতলা) স্পটে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-(রেজি নং-রাজ ২৯৩৬)-এর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৈনিক আমার দেশ এর দিনাজপুর প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান-এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- (সাংবাদিক ইউনিয়ন সভাপতি, ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার দিনাজপুর প্রতিনিধি) অধ্যক্ষ সাদাকাত আলী খান, (আমার দেশ পার্বতীপুর উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন সাধারণ-সম্পাদক) মাহফিজুল ইসলাম রিপন, ( সাংবাদিক ইউনিয়ন সহ-সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার) মো ফারুক হোসেন, ( সাংবাদিক ইউনিয়ন অর্থ সম্পাদক ও দি ডেইলি টাইমস অব বাংলাদেশ এর দিনাজপুর প্রতিনিধি) আব্দুস সালাম,(তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এর পরিচালক) মঞ্জুর মোরশেদ সুমন।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হ*ত্যার এক দশকের বেশি সময় পার হলেও এখনও বিচার হয়নি। তারা অভিযোগ করেন, এই বিচারহীনতার কারণেই অন্যান্য সাংবাদিক হত্যা ও নি*র্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে, বক্তারা সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবিলম্বে নবম ওয়েজ বোর্ড পুরোপুরি বাস্তবায়ন, দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন এবং বিভিন্ন গণমাধ্যম থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের জোর দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে সাংবাদিকদের সকল দাবি মেনে নিয়ে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হোক।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, দৈনিক আজকের বাংলা পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মো. ইসমাইল হোসেন, সাংবাদিক আবুল ওহাব, মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া’র সাংবাদিকবৃন্দ।
















