
তৌকির আহাম্মেদ হাসু , সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি ঃ
নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ফুল আর ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।
সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত হওয়ায় খুশি-আনন্দিত ও উচ্ছ্বসিত পুরো জামালপুরবাসী। তাইতো দলে দলে আসছেন, আর প্রিয় নেতা মির্জা আজমকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন জামালপুর জেলা আওয়ামী লীগ।রোববার সন্ধ্যায় জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মির্জা আজম এমপি।
দর্লীয় কার্যালয়ে মির্জা আজম এমপি পৌঁছানোর আগেই জমায়েত হয় অগণিত নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ,সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা,মির্জা সাখাওয়াতুল আলম মনি, অ্যাড. আমান উল্লাহ আকাশ,আশরাফ হোসেন তরফদার, জিএসএম মিজানুর রহমান মিজান, সোহরাব হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ,যুগ্ম-সাধারণ সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ছানু,সদস্য ছরোয়ার হোসেন শান্ত, নায়ারণ চন্দ পাল রানাসহ জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ তাঁতী লীগসহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, সকল থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
পরে বকুলতলাস্হ নিজ বাসায় পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ ক্লাবের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ।