তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মনিরুজ্জামান হিটলার (৩৮) নামে এক ইউপি সদস্য ও তার দুই সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্যকে ভবানীপুর নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় হিটলারের নিজ ঘর থেকে ১টি বিদেশি পিস্তল, দুই রাউ- গুলি, একটি রামদা, একটি চাপাতি, একটি জাল পাসপোর্ট ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করে। আটক অন্য দুই সহযোগী হল- টাংগাইলের ধনবাড়ী থানার ঝুপনামুসিদ্দী গ্রামের বাজন আলীর ছেলে শামীম (২৫) একই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মশিউর রহমান (২৮)।
জামালপুর র্যাব-১৪ (সিপিসি-১)-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার রাত ১১টায় র্যাব ভবানীপুর আঃ রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান ওরফে হিটলারের বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় তার ঘরের কক্ষ থেকে অবৈধ একটি বিদেশি পিস্তল, দুই রাউ- গুলি, একটি রামদা, একটি চাপাতি,একটি জাল পাসপোর্ট ও দুইটি মোবাইল ফোন উদ্ধার এবং অভিযানকালে আসামী মনিরুজ্জামান হিটলার (৩৮), শামীম (২৫),ও মশিউর রহমান (২৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনিরুজ্জামান হিটলার একাধিক মামলার আসামী।জিজ্ঞাসাবাদে সে নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও তিনি জানান।
র্যাব জানায়, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও অপরাধ- অপকর্ম করে আসছিল বলে স্বীকার করেছে। অস্ত্র ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল করীম বলেন, র্যাব আটকদের থানায় হস্তান্তর করেছে। অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।