
সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে মাদক সেবন ও বিক্রির আস্তানায় জামালপুর র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার তোফায়েল আহাম্মেদের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ সোমবার সন্ধা ৬ টায় সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়া মেছে আলীর বসত বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব।
ভ্রাম্যমাণ আদালত ও র্যাব সূত্রে জানা গেছে, জামালপুর র্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে মাদকের আস্তানা পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়া গ্রামের মেছের আলীর বসত বাড়ীতে অভিযান চালান। সেখান থেকে পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়া গ্রামের মেছের আলীর সিফাত(১৭) ও পাশের গ্রামের চাঁদ শিমলা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে ফজলুল হক (২৬) কে ২ গ্রাম গাঁজা ও নেশা জাতীয় লোপারিন ট্যাবলেট আলামত সহ আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ এর কার্যালয়ে এক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের -২৬ ধারায় সিফাত ও ফজলুল হকের বিরুদ্ধে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়ে র্যাব এর নিকট সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাঁজা ও নেশা-সামগ্রী পোড়ানো শেষে দুই মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হয়।