
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।আজ বুধবার দুপুরে আরামনগর বাজারের হক বেকারীকে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ৩ হাজার টাকা এবং আল মদিনা হোটেলে নোংরা পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক আরিফুল ইসলাম এর নেতৃত্বে এ বাজার অভিযান করা হয়। এ সময় জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মার্কেটিং অফিসার হাবিল উদ্দিন উপস্থিত ছিলেন।এ অভিযানে সরিষাবাড়ী থানার এস আই আরিফুল ইসলামসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। বাজারে অভিযান ছাড়াও বাজারের মিষ্টি ও ফলের দোকানে অধিক ওজনের প্যাকেট না রাখা, হোটেল রেস্তোরাঁয় পরিস্কার- পরিচ্ছন্নতা এবং মূল্য তালিকা প্রর্দশন করার জন্য ব্যাবসায়ীদের সাথে পৌরসভার আরামনগর বাজার ও শিমলা বাজারের সচেতনতামূলক আলোচনা করেন।