
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ী পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের ফেস্টুনে তিন নেতার ছবি অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা পুড়িয়েছে বলে অভিযোগ ওয়ার্ড যুবলীগের। গতকাল শুক্রবার রাতে পৌর সভার সাইঞ্চের পাড় জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তাউফিক চাকলাদার ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জানান,বাংলাদেশ আওয়ামী যুবলীগ সরিষাবাড়ী পৌর ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি তাউফিক চাকলাদার(সজিব),সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়া কে সম্প্রতি নির্বাচিত করা হয়। এ লক্ষে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এম পি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি ফেস্টুন টাঙ্গান তারা।টাঙ্গানো ফেস্টুনটিতে সরিষাবাড়ী পৌর ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি তাউফিক চাকলাদার (সজিব) সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়া’র ছবি সন্নিবেশিত করা হয়।ওই তিন নেতার ছবিগুলোকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতের আধারে আগুনে পুডিয়ে বিকৃত করে।এ ঘটনায় সরিষাবাড়ী থানায় অজ্ঞাত নামা আসামী করে অভিযোগ দায়ের করা হবে বলে পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তাউফিক চাকলাদার সাংবাদিকদের জানান।