
তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার করোনা প্রার্দূভাবে কর্মহীন হতদরিদ্রের বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দিলেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি।জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার (২রা এপ্রিল) পৌর সভার ৩টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের ভ্যান চালক,চা দোকানদার,হিজড়া এবং কর্মহীনদের কে ১০ কেজি চাল,ডাল ১ কেজি,সয়াবিন ১ লিটার ,হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ,সহ-সভাপতি মনির উদ্দিন,যুগ্ম সম্পাদক বাবু রমেশ চন্দ্র সুত্রধর, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান,তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এর প্রতিনিধি যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুল,কাউন্সিলর আফসার উদ্দিন, আব্দুল মালেক, নিপ্পন মন্ডলসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।