তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পুগলই গ্রামে পাওনা টাকা চাইতে গেলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২১ মার্চ) দুপুরে সরিষাবাড়ীর সীমান্তবর্তী জামালপুর সদর উপজেলার পুগলই গ্রামে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে-জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের পুগলই গ্রামের ইদ্রিস আলীর ছেলে শামীম আল খোরশেদ সামিউল এর সাথে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আমিনুর ইসলাম,কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গ্রামের তাহাছেন আলীর ছেলে মোখলেছুর রহমান যৌথভাবে পুগলই গ্রামে অবস্থিত মেসার্স দেশ ব্রিকস পরিচালনা করে আসছে। সম্প্রতি আমিনুর ইসলাম ও মোখলেছুর রহমান ভাটা চালাতে অসমর্থ হওয়ায় তারা ২৫% প্রতিজন আংশীদারী হিসেবে রেখে বাকী অংশ শামীম আল খোরশেদ সামিউল এর নিকট ক্ষমতা হস্তান্তর করেন।পক্ষদ্বয়ের চুক্তি অনুযায়ী শনিবার (২১ মার্চ) দুপুরে ইট ভাটার অংশীদারী আমিনুর ইসলাম তার পাওনা ২৫% টাকা ও দাদনের ইট শামীম আল খোরশেদ সামিউল ্এর নিকট চাইতে যান।এ সময় শামীম আল খোরশেদ সামিউলের পাওনাদার আমিনুরের টাকা ও ইট দিতে অস্বীকৃতি জানান।এ নিয়ে পক্ষ দ্বয়ের মাঝে কথাকাটাকাটির একপর্যায়ে শামীম আল খোরশেদ সামিউল ও তার ম্যানেজার শাকিল উত্তেজিত হয়ে ভাটায় থাকা কাঠের চলা দিয়ে মারপিট করে এবং ভাটা থেকে দ্রুত ত্যাগ করার জন্য দেশীয় অস্ত্র উচিয়ে আমিনুরকে ধাওয়া করে। এ সময় আমিনুরের ডাক চিৎকারে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।এ ঘটনায় পাওনাদার আমিনুর ইসলাম তার মারধর কারীদের শামীম আল খোরশেদ সামিউল ম্যানেজার শাকিলের বিচার ও তাদের নিকট থেকে পাওনা টাকা উদ্ধারের জন্য আদালতে মামলা দায়ের করবেন বলে জানা গেছে।