তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী প্রতিনিধি :
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এর পক্ষ থেকে ২ হাজার কর্মহীন মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধ কর্মসূচির সহায়তা প্রদান করা হয়েছে। আজ সোমবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী পৌর সভা ও কামরাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্যান চালক,চা দোকানদার,হিজড়া এবং কর্মহীনদেরকে ১০ কেজি চাল,ডাল ১ কেজি,সয়াবিন আধা লিটার,মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ,পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি রুকুনুজ্জামান রোকন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মনির উদ্দিন, তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এর প্রতিনিধি যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুল,পৌর যুব লীগের সভাপতি সুরুজ্জামান, সাধারণ সম্পাদক সুমন চাকলাদার,উপজেলা যুবলীগের সদস্য সামিউল ইসলাম খান,সরিষাবাড়ী অনার্স কলেজের জিএস রাজন আহমেদ,ছাত্র লীগ নেতা শরিফুল ইসলাম নীরব প্রমুখ উপস্থিত ছিলেন।