তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর) থেকেঃ
সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন পৃথক পৃথক নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস-২০২০ যথাযোগ্য মর্যাদায় গতকাল শনিবার দিনব্যাপী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে।কর্মসূচির মধ্যে দলীয় ও মুক্তিযোদ্ধা সংসদে জাতির জনকের প্রতিকৃতিতে জাতীয় ও কালো পতাকা উত্তোলন শেষে পুস্পস্তবক অর্পণ করা হয়।পরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা,চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার এবং যুবকদের মাঝে ঋণেরর চেক বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।প্রধান অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন- অর- রশীদসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,সূধী জন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার কার্যালয়ে বন্যার্ত ও অসহায় দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান।এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মনির উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন- অর- রশীদ,জেলা আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক.পৌর আওয়ামী লীগের সভাপতি সম্পাদক উপাধ্যক্ষ মিজানুর রহমান,সহ- সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলার প্রতিটি ওয়ার্ডে বন্যার্ত ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।