
তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি ঃ
“দুর্যোগ ঝুকি হ্রাস পূর্ণ প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও দুর্ঘটনা ও অগ্্নিকাণ্ডের মহড়া শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও ফায়ার সার্ভিস সদস্যদের মহড়া প্রর্দশন শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আলোচনা সভা করা হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।এতে স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর।বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন,বিআরডিবি চেয়ারম্যান কামাল উদ্দিন পাঠান,উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ,জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,উপজেলা কুষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি সাখাওয়াত হোসেন মুকুল,সরিষাবাড়ী সিনিয়র ফায়ার ষ্ট্রেশন অফিসার কাইয়ুম খান,সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মানু,সমাজ সেবক রাজু আহম্মেদ প্রমুখ।