
তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী(জামালপুর) থেকেঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কমিউনিটি ভিত্তিক উৎপাদিত বীজতলা থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে রোপা আমন ধানের চারা কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলার আওনা ইউনিয়নের স্থল ব্লকে ও ডোয়াইল ইউনিয়নের ৫ শতাধিক কৃষকের মাঝে রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।
এ সময় উপ- সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদের,দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ কে এম রাশেদুজ্জামান ডালিম, দৌলতপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি মো. আবুল হোসেন, দৈনিক প্রথম আলো সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম,উপজেলা যুব লীগের সদস্য রুকনুজ্জামান রোকন, ৮ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ফরহাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
এ দিকে চলতি রোপা আমন-২০২০/২১ মৌসুমে বন্যায় ক্ষয়- ক্ষতি পুষিয়ে নিতে সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কমিউনিটি ভিত্তিক উৎপাদিত রোপা আমন ধানের চারা বিনামূল্যে বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে রোপা আমন ধানের চারা বিনামূল্যে বিতরণের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়।
এতে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ কৃষকদের মাঝে ধানের চারা তুলে দেন।এ সময় আরামনগর কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মানু,সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্র সংসদের ভিপি নাজমুল হুদা বজলুসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার,উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলায় কমিউনিটি ভিত্তিক বীজ তলায় বি আর-২২ ও ২৩ জাতের আমন ধানের চারা স্থাপিত হয়েছে।এতে প্রতি কৃষক দেড় শতাংশ হারে ১হাজার ৩’শ ৫০ জন কৃষকের মাঝে এ চারা বিতরণ অব্যাহত রয়েছে।