
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুরের সরিষাবাড়ীতে পানিতে ডুবে ৮ বছরের শিশু হযরত আলী মারা গেছে। মৃত হযরত আলী তরণীআটা গ্রামের মো. সোহেলের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে আওনা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য নূরুল ইসলাম জানান, ৭ অক্টোবর বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের ইসপিনজারপুর গ্রামে হযরত আলী গতকাল বুধবার ইসপিনজারপুর নানাবাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার ৭ অক্টোবর ২০২১ দুপুরে সে নানাবাড়ির পার্শ্বের দিঘিতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। বিকেলে তার মৃতদেহ ভেসে উঠে।