
তৌকির আহাম্মেদ হাসু , সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আর এন সি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২০২০সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বিদ্যালয় প্রাঙ্গণে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে।
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে আর এন সি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনজুরুল ইসলাম মন্টু সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এ এস এম জুলফিকুর রহমান , বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান ,প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল সামিউল ইসলাম ,শিশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ,আর এন সি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্বাস আলীসহ বিদ্যালয়ের শিক্ষক -কর্মচারী, শিক্ষার্থী , অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন । আর এন সি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১১৩ জন পরীক্ষার্থী শিক্ষার্থীরা বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিকট দোয়া প্রার্থনা করেছেন।