
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় সরকারি নির্দেশনা মেনে দোকান চালু রাখার তাগিদ দিলেন (হোমনা- মেঘনা সার্কেল) এর এএসপি মো. ফজলুল করিম । আজ রবিবার হোমনা পৌরবাজার ও শপিংমলগুলোতে সরকারি নির্দেশনা মেনে দোকান খোলা রাখা ও কেনাকাটা করছে কি-না তা তদারকি করতে অভিযান পরিচালনা করেন তিনি ।
জানা গেছে, বাজারে অবাধ চলাফেরা আর উপচে পড়া ভিড় বন্ধ করা , স্বাস্থ্য বিধি মেনে চলা, সরকারি নির্দেশ মেনে দোকান খোলা রাখা, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছে কি-না তা তদারকি করতে মাঠে কাজ করছেন তিনি ।
হোমনা-মেঘনা সার্কেল এএসপি মো. ফজলুল করিম বলেন, শপিংমল সীমিত পরিসরে খুলে দেওয়ায় মানুষের অবাধ চলাফেরা আর উপচে পড়া ভিড় বন্ধ করতে অভিযান পরিচালিত হয় ।