ক্রাইম পেট্রোল ডেস্ক : আজ মঙ্গলবার বিকাল অনুমান ৪ টা সময় পাহাড়তলী থানাধীন পানির কল এলাকা থেকে একটি শিশু পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তার নাম-মো. তাহমিদ, পিতা-মেহেদী বলিয়া জানা যায়। সে আর কোনো তথ্য দিতে পারছেনা। বর্তমানে শিশু টি পাহাড়তলী থানা হেফাজতে আছে। যদি কেউ তার মা বাবার খোঁজ পেয়ে থাকেন তাহলে পাহাড়তলী থানার ওসি : ০১৭১৩৩৭৩২৭৩ অথবা, ডিউটি অফিসারঃ ০২৪৩১৫১১১৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।