
মঙ্গলবার(৮ নভেম্বর)বিকেলে নীলফামারী দারোয়ারী বাজারে ভিসতা অ্যান্ড্রয়েড টিভির শো-রুম উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
সন্তানদের প্রতি অভিভাবকদের আরো বেশি সজাগ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনার সন্তান সঠিকভাবে রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছে কি- না আপনাদেরকে দেখতে হবে।গত বছর(২০২১ইং সাল) মোটরসাইকেলে সড়ক দু’র্ঘটনায় অনেক যুবক নি’হত হয়েছেন।যুবকরা এখন বিভিন্ন বাইকগ্রুপের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের বাইক স্টান্ট করছে।মেয়েরাও মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছেন।আপনাদের অল্প বয়সী সন্তানরা মোটরসাইকেল কিনে নেয়ার জন্য বাড়িতে চাপ দেয়।তবে অভিভাবকরা তাদের সন্তানদের বুঝাতে পারে যে,বয়স ১৮ হউক,আগে ড্রাইভিং লাইসেন্স করে নাও তারপর তোমাকে মোটরসাইকেল কিনে দিব।তবেই আমরা সড়ক দুর্ঘটনা রোধ করতে পারব।’
এ সময় আল-ইয়াসা মটরস অ্যাণ্ড ইলেকট্রনিক্সের প্রোপ্রাইটর সুলতান মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ভিসতা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন ও পরিচালক উদয় হাকিম।