
ক্রাইম পেট্রোল ডেস্ক :
গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশের পাঁচ তারকা হোটেল Crown plaza এর হলরুমে প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান টি শুরু হয়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটি জাতির জনককে উৎসর্গ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কুমিল্লা ২ ( হোমনা – তিতাস) আসনের এমপি ,প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ,সেলিমা আহমাদ সি.আই. পি), । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাতলুম আহমদ ( সভাপতি – বাংলাদেশ – ভারত যৌথ চেম্বার অ্যান্ড কমার্স) ।এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের (হোমনা- তিতাস) এর সভাপতি মো. মহিউদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, সংযুক্ত আরব আমিরাত সভাপতি আব্দুল আউয়াল,সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, মোঃ তারিক আমিন- ক্যাপ্টেন,বিমান বাংলাদেশ এয়ার লাইনস। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী অঙ্গ সংগঠনের -দুবাই আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক এস,এম তোফাজ্জল হোসেন।
যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন এর অগ্নিঝরা বক্তৃতায় সংসদ সদস্য সেলিমা আহমাদ তাকে স্হানীয় রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানান। এছাড়া সংগঠনের কার্যকরী পরিষদের বিভিন্ন বক্তারা তাদের মতামত তুলে ধরেন।