আবু সায়েম মোহাম্মদ সা’আদাত উল করীম , বিশেষ প্রতিনিধি : বিএনপি নেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন ওমহাসচিব অ্যাড. ইয়ারুল ইসলাম।
সোমবার এক শোক বার্তায় প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন দলটির চেয়ারম্যান ও মহাসচিব। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।
শোক বার্তায় বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান ও মহাসচিব আরও বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে সাদেক হোসেন খোকার অবদান অক্ষয় ও চির স্মরণীয় হয়ে থাকবে। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধি হিসেবেও তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন।