
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে অসদোপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। কেন্দ্রসচিব মনিরুজ্জামান সাচ্চু খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, চলতি জেএসসি পরীক্ষা চলাকালীন বুধবার সাধারণ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল। কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অনিক হাসান মোবাইল ডিভাইস ব্যবহার করছিল। ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্ন বাইরে পাঠিয়ে উত্তরপত্র সংগ্রহকালীন ডিউটিরত শিক্ষকের নিকট হাতেনাতে ধরা পড়ে। ক্যাজুয়াল ছাত্র অনিক হাসানের রোল নং ৭৯৮১৭১, রেজিস্ট্রেশন নং ১৮১৩৭৮১৪৭৩, সেশন ২০১৮ সে এ বছর ইংরেজি, গণিত ও বিজ্ঞান পরীক্ষায় অংশ গ্রহণ করে। অপ্রাপ্ত বয়স বিবেচনায় তাকে শুধুমাত্র পরীক্ষা থেকে বহিস্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রট ইফতেখার ইউনুস।