মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে জেল থেকে পলাতক আতাহার আলী(৩২) ও রাকিব মিয়া(৩১) নামে দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আতাহার আলী শ্রীবরদী উপজেলার চৈতাজানি এলাকার আব্দুর রহমানের ছেলে এবং রাকিব মিয়া সদর উপজেলার বাজিতখিলা এলাকার দুদু মিয়ার ছেলে।
র্যাব জানায়, গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুস্কৃতকারী আ’ক্রমণ করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করা করে। এসময় বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদী পালিয়ে যায়।
এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদেরকে পৃথক পৃথক জায়গা থেকে গ্রেফতার করে। এদের মধ্যে আতাহার আলী ১২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদী আর রাকিব মিয়া মা’দক মামলার বিচারাধীন হাজতি ছিলেন।
জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, ‘জেল থেকে পলাতক সকল হাজতি ও কয়েদীদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত আছে।’