মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতীতে ২০২৪-২০২৫ অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA)এর আওতায়
শোষণমুক্ত ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণ,স্বাস্থ্য,শিক্ষা, স্যানিটেশন,বাল্যবিবাহ, মা’দক,যৌ’তুক প্রতিরোধসহ গুজব-অ’পপ্রচার সামাজিক ইস্যুভিত্তিক কর্মসূচির আওতায় ঝিনাইগাতী আহমদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা পারভীন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহরিয়ার পারভেজ, সহকারী ইউ আর সি ইন্সট্রাক্টর মোঃ আবু সাইদ, বিশিষ্ট শিক্ষানুরাগী সাইফুল ইসলাম সেজু,এ কে আজাদ প্রধান শিক্ষক, গজারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক আঃ কাদির , রাংগামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক আঃ রহিম, বাকাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মা সমাবেশে আরও উপস্থিত ছিলেন এস এম রমজান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি, ঝিনাইগাতি শেরপুর।