আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু”এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে শোভাযাত্রা ,আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।সকালে শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক ও নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জামিল ফোরকানের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবদুর রহিমের সঞ্চালনায় সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভূইয়া, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল হক, সদর ইউপি চেয়ারম্যা পুতুল রানী দাস,উপজেলা আওয়ামীলীগ সভাপতি অসিম কুমার পাল,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক আতাউর রহমান গিলমান ও উপজেলা প্র্থামিক শিক্ষক সমিতির সভাপতি নুর আল শেখ। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার কলেজ,মাদ্রাসা,মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান,শ্রেষ্ঠ শিক্ষক ও স্কাউট শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। এসময় উপজেলার কলেজের অধ্যক্ষ,মাদ্রাসা সুপার,মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণ উপস্থিত ছিলেন।