
Rule -70 : কোনো বাংলা বাক্যে কর্তার কোনোকিছু করার কথা, বলার কথা, যাওয়ার কথা,খাওয়ার কথা অথবা করার কথা আছে, বলার কথা আছে,যাওয়ার কথা আছে, খাওয়ার কথা আছে এরূপ যুক্ত খাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ am to/ is to /are to +মূল verb এর present form+Ext.
যেমন:
আমার আজ ঢাকা যাওয়ার কথা/কথা আছে- I am to go to Dhaka today.
সে আমাকে ফোন করার কথা/ কথা আছে- He is to phone me.
Rule -71 : কোনো বাংলা বাক্যে কর্তার কোনোকিছু করার কথা নেই/নয়, বলার কথা নেই/নয়, যাওয়ার কথা নেই/ নয়, খাওয়ার কথা নেই/নয় এরূপ যুক্ত খাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ am not to/ is not to /are not to +মূল verb এর present form+Ext.
যেমন:
আমার আজ ঢাকা যাওয়ার কথা নেই/ নয়- I am not to go to Dhaka today.
সে আমাকে ফোন করার কথা নেই/ নয়- He is not to phone me.
Rule -72 : কোনো বাংলা বাক্যে কর্তার কি কোনোকিছু করার কথা?বলার কথা? যাওয়ার কথা?খাওয়ার কথা? অথবা করার কথা আছে? বলার কথা আছে?যাওয়ার কথা আছে?খাওয়ার কথা আছে? এরূপ যুক্ত খাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Am/Is/ Are+ sub.+ to +মূল verb এর present form+Ext.+?
যেমন:
আমার কি আজ ঢাকা যাওয়ার কথা/কথা আছে?- Am I to go to Dhaka today?
সে কি আমাকে ফোন করার কথা/কথা আছে?- Is he to phone me?
Rule -73: কোনো বাংলা বাক্যে কর্তার কি কোনোকিছু করার কথা নেই/ নয়?বলার কথা নেই/নয়? যাওয়ার কথা নেই/ নয়?খাওয়ার কথা নেই/ নয়? এরূপ যুক্ত খাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Am/Is/ Are+ sub.+not to +মূল verb এর present form+Ext.+?
যেমন:
আমার কি আজ ঢাকা যাওয়ার কথা নেই/ নয়? Am I not to go to Dhaka today?
সে কি আমাকে ফোন করার কথা নেই/ নয়?- Is he not to phone me?