
Rule – 54 : কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কোনোকিছু ‘হয়’ এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :গঠন: Sub.+ am/ is/ are+ যা হয় তা+ Ext.
আমি (হই) একজন শিক্ষক- I am a teacher.
তিনি (হন) একজন পুলিশ অফিসার – He is a police officer.
Note: এক্ষেত্রে ‘হয়’ কথাটি সাধারনত উহ্য থাকে।
Note: এক্ষেত্রে I এর সাথে am, We এর সাথে are, You এর সাথে are, They এর সাথে are এবং কর্তা 3rd person singular number – এর সাথে is বসে।
Rule – 55: কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কোনোকিছু ‘নয়’ এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :গঠন: Sub.+ am not / is not/ are not+ যা নয় তা+ Ext.
আমি একজন শিক্ষক নই- I am not a teacher.
তিনি একজন পুলিশ অফিসার নন – He is not a police officer.
Note: এক্ষেত্রে I এর সাথে am, We এর সাথে are, You এর সাথে are, They এর সাথে are এবং কর্তা 3rd person singular number – এর সাথে is বসে।
Rule- 56 : কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কি কোনোকিছু ‘হয়’? এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :গঠন: Am/ Is/ Are+ sub.+ যা হয় তা+ Ext.+?
আমি কি একজন শিক্ষক? Am I a teacher?
তিনি কি একজন পুলিশ অফিসার? – Is he a police officer?
Note: এক্ষেত্রে ‘হয়’ কথাটি সাধারনত উহ্য থাকে।
Note: এক্ষেত্রে I এর সাথে am, We এর সাথে are, You এর সাথে are, They এর সাথে are এবং কর্তা 3rd person singular number – এর সাথে is বসে।
Rule – 57: কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কি কোনোকিছু ‘নয়’? এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :গঠন: Am/ Is/ Are+ sub+ not+ যা নয় তা+ Ext.+?
আমি কি একজন শিক্ষক নই? Am I not a teacher?
তিনি কি একজন পুলিশ অফিসার নন ? – Is he not a police officer?
Note: এক্ষেত্রে I এর সাথে am, We এর সাথে are, You এর সাথে are, They এর সাথে are এবং কর্তা 3rd person singular number – এর সাথে is বসে।