Rule - 54 : কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কোনোকিছু 'হয়' এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :গঠন: Sub.+ am/ is/ are+ যা হয় তা+ Ext.
আমি (হই) একজন শিক্ষক- I am a teacher.
তিনি (হন) একজন পুলিশ অফিসার - He is a police officer.
Note: এক্ষেত্রে 'হয়' কথাটি সাধারনত উহ্য থাকে।
Note: এক্ষেত্রে I এর সাথে am, We এর সাথে are, You এর সাথে are, They এর সাথে are এবং কর্তা 3rd person singular number - এর সাথে is বসে।
Rule - 55: কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কোনোকিছু 'নয়' এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :গঠন: Sub.+ am not / is not/ are not+ যা নয় তা+ Ext.
আমি একজন শিক্ষক নই- I am not a teacher.
তিনি একজন পুলিশ অফিসার নন - He is not a police officer.
Note: এক্ষেত্রে I এর সাথে am, We এর সাথে are, You এর সাথে are, They এর সাথে are এবং কর্তা 3rd person singular number - এর সাথে is বসে।
Rule- 56 : কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কি কোনোকিছু 'হয়'? এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :গঠন: Am/ Is/ Are+ sub.+ যা হয় তা+ Ext.+?
আমি কি একজন শিক্ষক? Am I a teacher?
তিনি কি একজন পুলিশ অফিসার? - Is he a police officer?
Note: এক্ষেত্রে 'হয়' কথাটি সাধারনত উহ্য থাকে।
Note: এক্ষেত্রে I এর সাথে am, We এর সাথে are, You এর সাথে are, They এর সাথে are এবং কর্তা 3rd person singular number - এর সাথে is বসে।
Rule - 57: কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কি কোনোকিছু 'নয়'? এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :গঠন: Am/ Is/ Are+ sub+ not+ যা নয় তা+ Ext.+?
আমি কি একজন শিক্ষক নই? Am I not a teacher?
তিনি কি একজন পুলিশ অফিসার নন ? - Is he not a police officer?
Note: এক্ষেত্রে I এর সাথে am, We এর সাথে are, You এর সাথে are, They এর সাথে are এবং কর্তা 3rd person singular number - এর সাথে is বসে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।