
Rule – 50 : কোনো বাংলা বাক্যে কর্তার নিজের অধিকারে কোনোকিছু ‘ছিল’ এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ had + যা ছিল তা+ Ext.
যেমন:
আমার একটি বাড়ি ছিল- I had a house.
তার পাঁচটি উপন্যাস ছিল- He had five novels.
Rule – 51 : কোনো বাংলা বাক্যে কর্তার নিজের অধিকারে কোনোকিছু ‘ছিল না’ এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ had not + যা ছিল না তা+ Ext.
or, গঠন : Sub.+ did not have+ যা ছিল না তা+ Ext.
যেমন:
আমার একটি বাড়ি ছিল না- I had not a house.
or, I did not have a house.
তার পাঁচটি উপন্যাস ছিল না- He had not five novels.
or, He did not have five novels.
Rule – 52 : কোনো বাংলা বাক্যে কর্তার নিজের অধিকারে কি কোনোকিছু ‘ছিল’? এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Had + sub.+ যা ছিল তা+ Ext.+?
or, গঠন : Did + sub.+ have+ যা ছিল তা+ Ext.+?
যেমন:
আমার কি একটি বাড়ি ছিল? Had I a house?
or, Did I have a house?
তার কি পাঁচটি উপন্যাস ছিল? Had he five novels?
or, Did he have five novels?
Rule – 53 : কোনো বাংলা বাক্যে কর্তার নিজের অধিকারে কি কোনোকিছু ‘ছিল না’? এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Had + sub.+ not+ যা ছিল না তা+ Ext.+?
or, গঠন : Did + sub.+ not have+ যা ছিল না তা+ Ext.+?
যেমন:
আমার কি একটি বাড়ি ছিল না ? Had I not a house?
or, Did I not have a house?
তার কি পাঁচটি উপন্যাস ছিল? Had he not five novels?
or, Did he not have five novels?