
ক্রাইম পেট্রোল ডেস্ক : আজ রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের পৌর এলাকার রুপপুর থানার ঘাট পাড়া গ্রামের ৬ টি সুতা প্রসেস মিলস এর মালিককে ৮ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । প্রসেস মিলস এর তরলবর্জ্য নদীর পানি ও পরিবেশ দূষণ হওয়ায় এবং তরলবর্জ্য পরিশাধনাগার ( ইটি পি) না থাকায় বাংলাদেশ পরিবেশ আইন ১৯৯৫, ৬ এর (গ) ধারা মোতাবেক সিরাজগঞ্জ জেলার এস কিউ টি ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলন রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান।এ সময় থানার ঘাট পাড়া গ্রামে অবস্থিত প্রসেস মিলস এর মালিক মো. আব্দুর রাজ্জাক ( রাজা হাজী) এর নিকট থেকে ২ লক্ষ , হাজী শরিফুল ইসলামের নিকট থেকে ১ লক্ষ ৫০ হাজার ,জাহিদুল ইসলামের নিকট থেকে ১ লক্ষ ৫০ হাজার,হাজী মহসিনের নিকট থেকে ১ লক্ষ ,মো. নুরুল আলমের নিকট থেকে ১ লক্ষ ও মো. রফিকুল ইসলামের নিকট থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বিজ্ঞ আদালত মিল মালিকদরকে এক মাসের সময় বেঁধে দেন। এক মাসের মধ্যে ই টি পি তৈরী ও পরিবেশ অধিদপ্তরের প্রয়াজনীয় কাগজ পত্র করতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেন।