ক্রাইম পেট্রোল ডেস্ক : বুধবার (১৩ ফেব্রুয়ারি, ২০১৯) শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন,পিপিএম ।এ সময় পুলিশ লাইন্স শরীয়তপুরের সকল অফিসার-ফোর্সের পক্ষ থেকে পুলিশ সুপার সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার,অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, ড মনিরুল ইসলাম,সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর, বিভিন্ন থানা ফাঁড়ি থেকে আগত এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্স ও সাংবাদিকবৃন্দ।
সভায় পুলিশ সুপার, শরীয়তপুর জেলার জানুয়ারি/২০১৯ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই ,জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের পুরস্কৃত করেন।শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মোঃ বেলায়েত হোসেন, অফিসার ইনচার্জ,জাজিরা থানা,শরীয়তপুর।শ্রেষ্ঠ এসআই/(নিঃ) মোঃ দেলোয়ার হোসেন,জাজিরা থানা,শরীয়তপুর।শ্রেষ্ঠ এএসআই/(নিঃ) আতিকুল ইসলাম,জাজিরা থানা,শরীয়তপুর।শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই/(নিঃ) মোঃ এনামুল হক, ডিবি শরীয়তপুর।শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই/(নিঃ) জয়নাল আবেদীন, সখিপুর থানা,শরীয়তপুর। এএসআই/(নিঃ) চিন্ময় বিশ্বাস,অপরাধ শাখা,শরীয়তপুর ,এএসআই/(সঃ)শ্রী প্রশান্ত কুমার,পুলিশ লাইন্স,শরীয়তপুর, এসআই/(সঃ)ওসমান,পুলিশ লাইন্স,শরীয়তপুরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।এছাড়াও সভায় পুলিশ সুপার শরীয়তপুর জেলায় নবযোগদানকৃত সাতজন পিএসআইকে ফুলেল শুভেচ্ছা জানান।